সুচিপত্র
ল্যান্ডিং পেজ
এখন ডিজিটাইজেশনের যুগ, যেকোনোরকম ব্যবসা/পরিষেবা/ব্যবহার্য্য বস্তুপ্রস্তুতকারী সংস্থা ডিজিটাল মার্কেটিং এর সাহায্যে নিজেদের উপস্থিতি বিভিন্ন ডিজিটাল মাধ্যমে সুনিশ্চিত করছে I এই ডিজিটাল উপস্থিতির জন্য প্রথমেই যেটা তৈরী করা প্রয়োজন সেটা হলো সেই সংস্থার নিজস্ব ওয়েবসাইট I Landing page / ল্যান্ডিং পেজ কথাটি আমরা এই ওয়েবসাইটের মধ্যেই পাবো I ল্যান্ডিং পেজ হলো ওয়েবসাইটের একটি গুরুত্বপূর্ণ পেজ I
গুগল এর SERP -এ (সার্চ ইঞ্জিন রেজাল্ট পেজ) দেখতে পাওয়া বিভিন্ন ওয়েবসাইটের যেকোনো একটির পার্মালিংক ইউ আর এল ক্লিক করলে, আমরা সেই ওয়েবসাইট টি তে ঢুকে পড়বো এবং যে পেজ টি প্রথমেই আমাদের সামনে খুলবে/ আমরা দেখতে পাবো , সেটিকেই বলে– ল্যান্ডিং পেজ বা অবতরণ পৃষ্ঠাI ওয়েবসাইট এর হোমপেজ বা নীড়পাতা অবশ্যই একটি ল্যান্ডিং পেজ|
৩ সেকেন্ড লিটমাস টেস্ট
এই ল্যান্ডিং পেজ টিকে খুবই বুদ্ধিমত্তার সাথে ডিজাইন করা প্রয়োজন i কারণ এখান থেকেই প্রাথমিকভাবে একজন আগন্তুক বা সম্ভাব্য গ্রাহক ধারণা পাবেন — যে সংস্থাটি ডিজিটাল পথ অনুসরণ করে , ওয়েবসাইটরূপে নিজেকে উপস্থাপিত করেছে, সেটি কে? কি করে? তার দ্বারা সেই আগন্তুক ঠিক কি উপায়ে উপকৃত/লাভবান হতে পারে?
উপরের এই ৩ টি প্রশ্ন এবং এর উত্তর পাওয়া খুবই গুরুত্বপূর্ণ I ডিজিটাল মার্কেটিং এর পরিভাষায় আমরা এটিকে ৩ সেকেন্ড লিটমাস টেস্ট ( 3 second litmus test ) বলে থাকি I অর্থাৎ পার্মালিংক ইউ আর এল ক্লিক করে , ল্যান্ডিং পেজ -এ অবতীর্ণ হওয়া মাত্রই সাইট টির এই পেজটির ডিজাইন / উপস্থাপনা এমনভাবেই করা/থাকা উচিত, যাতে ৩ সেকেন্ডে আগন্তুক এই ৩ টি প্রশ্নের উত্তর পেয়ে যায়I
ইউসার এক্সপেরিয়েন্স
অন্যভাবে দেখলে, এটাকে আবার user experience মানে, ব্যবহারকারীর অনুভব/অভিজ্ঞতার সূচক হিসেবেও ধরা যেতে পারে I মানে, একজন ব্যক্তি তার ইচ্ছা/আগ্রহ/প্রয়োজন অনুসারে যখন গুগল সার্চ বক্সে কিছু লিখে সার্চ করেন , তখন SERP -এ সংশ্লিষ্ট রেজাল্টগুলি দেখা যায় I সেখান থেকেই ব্যক্তিটি বাছাই করে একটি ইউ আর এল ক্লিক করেন এবং সাইট এ ঢোকেন I ঢোকার পরেই ল্যান্ডিং পেজ-এ যদি সেই ব্যক্তির প্রয়োজন/ইচ্ছা/আগ্রহ অনুসারে সবটা না হলেও , গুরুত্বপূর্ণ প্রাথমিক তথ্যগুলি দেওয়া থাকে , সেই সাইট-টির সম্পর্কে আরো বিশদভাবে জানার আগ্রহ ব্যক্তিটির বাড়বে I
মন্তব্য করুন