সুচিপত্র
প্রতিদ্বন্দ্বী ওয়েবসাইটগুলির মধ্যে সমতা/সাদৃশ্য এবং ভিন্নতা/ পার্থক্য কিভাবে যাচাই করবেন (Point of Parity/POP and Point of Difference/POD)
আজকে আমরা জানবো, POP/POD কাকে বলে?
POP বা POINT OF PARITY / SIMILARITY – এই কথার অর্থ হলো ‘সাদৃশ্য’ , বা সহজ বাংলায় ‘মিল’ I POD বা POINT OF DIFFERENCE হলো ঠিক উল্টো I কারণ,DIFFERENCE কথার অর্থ আমরা সবাই জানি, ‘বৈসাদৃশ্য’ বা ‘অমিল’ I
এই POP/POD -এর সোজাসুজি সম্পর্ক রয়েছে ক্লায়েন্ট সংস্থা/পরিষেবা এবং তার প্রতিযোগী সংস্থাগুলির সাথে I তাই POP/POD জানার আগে, আমরা জেনেছি কিভাবে প্রতিযোগীদের খুঁজে বার করতে হয় I এবার, অন্তত:পক্ষে ৩-৪ টি প্রতিযোগী সংস্থাকে বেছে নিয়ে , তাদের প্রত্যেকের সম্পর্কে বিষয়বস্তু অনুসারে তথ্য বের করতে হবে , এমন তথ্য যেগুলি ক্লায়েন্ট সংস্থার বিষয়বস্তুর সাথে সম্পর্কিত I এই তথ্যগুলোর বিচারেই আমরা বার করতে পারবো POP/POD I
POP- মানে, ক্লায়েন্ট সংস্থার /পরিষেবার কোন কোন বিষয়ের /বৈশিষ্টের সাথে প্রতিযোগী সংস্থাগুলির মিল রয়েছে এবং POD – মানে, কোন কোন বিষয়/বৈশিষ্টের সাথে অমিল রয়েছে আমাদের বের করতে হবে I এই POP/POD নিখুঁতভাবে বের করতে পারলেই আমরা স্বচ্ছ একটা ধারণা পেয়ে যাবো , ক্লায়েন্ট সংস্থা/পরিষেবা বাকিদের থেকে কোথায় এগিয়ে/ বা কোথায় পিছিয়ে I
এগিয়ে থাকলে , তাকে সামনের সারিতেই রাখার প্রচেষ্টা বজায় রাখবো I আর যদি পিছিয়ে থাকে, তবে POP/POD থেকে তার কারণ অনুসন্ধান করে ,ডিজিটাল মার্কেটিং জগতের বিভিন্ন কার্যকরী উপায় অবলম্বন করে তাকে প্রথম সারিতে জায়গা তৈরী করতে সাহায্য করবো I
সহজ উদাহরণ
একটা সহজ উদাহরণ দেয়া যাক| সংস্থা A এর ওয়েবসাইটে এ চ্যাট ফীচার আছে , সংস্থা B এর ওয়েবসাইটে সেটি নেই | তাই চ্যাট ফীচার এর নিরিখে B , A সংস্থা থেকে পিছিয়ে আছে|
এক্সেল শিট এ ট্যাবুলার ফরম্যাট এ এই মিল/ অমিল এর তালিকা করা যেতে পারে| নিচের ছবি টি দেখলে খানিকটা বোঝা যাবে |
মন্তব্য করুন