ইন্টারনেট এবং ডিজিটাল মার্কেটিং – এই দুটি বিষয়ই ওত:প্রোতভাবে জড়িত I
আমরা লক্ষ্য করলে দেখতে পাবো , বিগত বেশ কয়েকবছর ধরেই ইন্টারনেট পরিষেবা ব্যবহারকারীর সংখ্যা বৃদ্ধি পেয়েছে / পাচ্ছে ক্রমবর্ধমান হারে I আজ ইন্টারনেট আমাদের হাতের মুঠোয় থাকা স্মার্টফোনের মাধ্যমে বিশ্বের যেকোনো প্রান্তের যেকোনো খবর / ঘটনা/ বস্তুসমূহের বিবরণ কয়েক মুহূর্তের মধ্যেই এনে দিতে সক্ষম I চার দেওয়ালের মধ্যে থেকেও , বাইরের জগতের যেকোনো পরিষেবা , প্রয়োজনীয় /ব্যবহার্য বস্তুসামগ্রী আমরা সহজেই পেয়ে যাই I
সুচিপত্র
ডিজিটাল মার্কেটিং বা ডিজিটাল বিপণন বলতে কি বোঝায় ?
ইন্টারনেট পরিষেবা ব্যবহার করে, বিভিন্ন ডিজিটাল প্রচার মাধ্যমকে কাজে লাগিয়ে , যেকোনো রকম পরিষেবা, বস্তুসামগ্রী , সংস্থা কে একটি বিশেষ গোষ্ঠী / সমষ্টি কে লক্ষ্য করে প্রচারের আলোয় নিয়ে আসা এবং সেই পরিষেবা, বস্তুসামগ্রী, সংস্থার কার্যকরী দিকটি সম্ভাবনাময় গ্রাহকদের সামনে নিয়ে আসাই হোলো ডিজিটাল মার্কেটিং বা ডিজিটাল বিপণন ।
ডিজিটাল বিপণনের ধরণ
ডিজিটাল মার্কেটিং মূলত দুই রকমের হয় – ইনবাউন্ড মার্কেটিং আর আউটবাউন্ড মার্কেটিং|
ইনবাউন্ড মার্কেটিং হলো যেখানে গ্রাহকদের কাছে জোর করে পৌঁছাতে হয়না , গ্রাহকরা নিজেরাই নিজেদের দরকারমতো পরিষেবা প্রদানকারী সংস্থা কে খুঁজে নিয়ে তাদের কাছে এসে যায় | এটি করা সম্ভব হয় কনটেন্ট মার্কেটিং এর দ্বারা | সার্চ ইঞ্জিন অপ্টিমাইজেশন বা এসইও (SEO) , কনটেন্ট মার্কেটিং, সোশ্যাল মিডিয়া অপ্টিমাইজেশন এগুলি সব ইনবাউন্ড মার্কেটিং এর আওতাতে পরে |
অন্যদিকে আউটবাউন্ড মার্কেটিং এর মধ্যে সব রকমের পেইড বিজ্ঞাপন , ফেইসবুক বিজ্ঞাপন বা গুগল বিজ্ঞাপন , ইমেইল মার্কেটিং, SMS মার্কেটিং , হোয়াটস্যাপ মার্কেটিং এগুলো আসে |
সুতরাং নিজের ওয়েবসাইটে বানিয়ে সেখানে ব্লগ বা কনটেন্ট লিখে আর সার্চ ইঞ্জিন অপ্টিমাইজেশন করে , সোশ্যাল মিডিয়া তে মার্কেটিং করে, অনলাইন বিজ্ঞাপন দিয়ে , ইমেইল মার্কেটিং করে অথবা
অন্যান্য ডিজিটাল কৌশল প্রয়োগ করে সম্ভাব্য গ্রাহকদের কাছে পণ্য বা পরিষেবা কে পৌঁছে নিয়ে যাওয়ার পদ্ধতিগুলি কে একত্রে ডিজিটাল বিপনণ বা ডিজিটাল মার্কেটিং বলা হয়ে থাকে |
ডিজিটাল মার্কেটিং এর ৫ টি ধাপ
এটি মূলত ৫ টি ধাপে করা হয় থাকে যা কে আমরা ডিজিটাল মার্কেটিং এর আক্রো মডেল (AACRO®) বলে থাকি| –
১. সক্রিয়করণ / Activation – ওয়েবসাইট বানানো বা ফেইসবুক পেজ বা লিঙ্কেডিন প্রোফাইল বানানো |
২. অর্জন / Acquisition – ওয়েবসাইটে কি করে আরো ভিজিটর আনবো|
৩. রূপান্তর / Conversion – ভিজিটর দের কিভাবে লিড এ তে কনভার্ট করবো
8 . ধরে রাখা / Retention – গ্রাহক দের কি ভাবে ধরে রাখবো
৫. অপ্টিমাইজেশান / Optimization – এই পুরো প্রক্রিয়া কে কিভাবে উন্নত করবো
মন্তব্য করুন