সুচিপত্র
এফ এ বি মডেল কি?
এফ এ বি মডেল: F > Features = বৈশিষ্ট্য ; A> Advantage = সুবিধা এবং B > Benefit = লাভ/উপকার/ফায়দা I খুব সহজ কথায়, ক্লায়েন্ট সংস্থা/ক্লায়েন্ট পরিষেবা/ক্লায়েন্ট সংস্থা দ্বারা নির্মিত জিনিসের বৈশিষ্ট্য , সুবিধা এবং এগুলির দ্বারা তাদের টার্গেট গ্রূপ /সম্ভাবনাময় গ্রাহকরা কিভাবে লাভবান হতে পারে , সেগুলিকেই একসাথে বুঝে নেওয়া হলো FAB . এবার প্রশ্ন আসে , এই FAB আমরা জানবো কিভাবে? এর উত্তর আমাদের দু’ভাবে বের করতে হবে —-
FAB আমরা জানবো কিভাবে?
এবার প্রশ্ন আসে , এই FAB আমরা জানবো কিভাবে? এর উত্তর আমাদের দু’ভাবে বের করতে হবে —-
ক্লায়েন্ট ওয়েবসাইট টি ভালো করে বুঝতে হবে
১) ক্লায়েন্ট ওয়েবসাইট টি আমাদের নিখুঁতভাবে পড়তে হবে, বুঝতে হবে I অর্থাৎ তারা কি করে? কবে থেকে এই ব্যবসা করছে? তাদের ক্লায়েন্ট কারা? তাদের ক্লায়েন্ট/গ্রাহকরা টেস্টিমোনিয়াল -এ তাদের জিনিস/পরিষেবা/সংস্থাকে কতটা সমাদর করছে? কি কি পরিষেবা/জিনিস তারা দিচ্ছে? কার কি উপকারিতা? গ্রাহক/ক্লায়েন্ট দের উদ্দেশ্যে বিশেষ কোনো লাভজনক /আকর্ষণমূলক অফার /প্রস্তাব দিচ্ছে কিনা ? তাদের ওয়েবসাইট গ্রাহকদের কতটা স্বচ্ছ ধারণা দিতে সক্ষম? কোনো ইচ্ছুক গ্রাহক যোগাযোগের জন্য ওয়েবসাইট-এ কি কি বিকল্প উপায় খুঁজে পাচ্ছে? ইত্যাদি I
প্রতিযোগী ওয়েবসাইট গুলি কে ভালো করে তুলনা করে দেখতে হবে
২) ক্লায়েন্ট সংস্থার যারা প্রতিযোগী , আমরা তাদের ওয়েবসাইট/ তাদের দেয় পরিষেবা ইত্যাদি আগেই দেখেছি/জেনেছি POP/POD বের করার সময় I এই তুলনামূলক অংশ থেকেও আমরা পেয়ে যেতে পারি ,ক্লায়েন্ট সংস্থা কোথায় তার প্রতিযোগীদের থেকে বেশি সুযোগ/সুবিধা/লাভজনক প্রস্তাব তাদের টার্গেট গ্রূপ / সম্ভাবনাময় গ্রাহকদের উদ্দেশ্যে দিচ্ছে I কারণ, বৈশিষ্ট্য – সুবিধা – লাভজনক প্রস্তাব (FAB) কে বিবেচনা করেই গ্রাহকরা সেদিকে ঝুঁকবে / তাদের আগ্রহ প্রকাশ করবে I
মন্তব্য করুন