USP – অনন্য বিক্রয় প্রস্তাব I সহজ কথায় এটাকে ভেঙ্গে বলা যেতে পারে , UNIQUE/অনন্য – বাকিদের থেকে একেবারেই আলাদা কোনো একটা বিষয়ে ; SELLING/বিক্রয় – বেচা / বিক্রি করা ; PROPOSITION/প্রস্তাব – আমরা চলতি কথায় যাকে বলি ‘অফার’ I
অর্থাৎ , কোনো একটি জিনিস /পরিষেবা বাজারে বিক্রি করার সময়ে, সেই জিনিসটির/পরিষেবাটির চাহিদা বাড়িয়ে তোলার জন্য এবং একই সাথে জিনিসটি/পরিষেবাটি নেবার আগ্রহ সম্ভাবনাময় গ্রাহকদের মধ্যে বহুগুণ বাড়িয়ে তোলার উদ্দেশ্যে , প্রস্তুতকারক সংস্থা যখন জনসাধারণের / তার পরিকল্পিত টার্গেট গ্রূপ ( কাকে বলে আমরা আগেই জেনেছি ) এর সামনে অনন্য একটি প্রস্তাব , মানে, দেয় পরিষেবা / জিনিসটির সম্বন্ধে এমন একটা অফার / বা একটা বিশেষ বৈশিষ্ট / আকৃষ্টমূলক বৈশিষ্ট / কার্যকরী দিক তুলে ধরে , যেটা কিনা তার প্রতিযোগী সংস্থাগুলির দেয় পরিষেবা/জিনিসের থেকে একেবারেই আলাদা ; তখন সেটাকে বলে ইউ.এস.পি. (USP) I
আরো জানুন – ডিজিটাল মার্কেটিং কি ? ওয়েবসাইট এর প্রতিযোগী কিভাবে খুঁজতে হয়? সমতা ও ভিন্নতা বিন্দু কি ?
মন্তব্য করুন