সুচিপত্র
ল্যাটেন্ট সেমান্টিক ইনডেক্সিং এর সংজ্ঞা
ল্যাটেন্ট সেমান্টিক ইনডেক্সিং (Latent semantic indexing or LSI) অর্থাৎ সুপ্ত/প্রচ্ছন্ন – শব্দার্থগত – সূচিভুক্তকরণ I
SERP সম্পর্কে আমরা আগেই জেনেছি, যেখানে একজন আগন্তুকের আগ্রহ/প্রয়োজন বুঝে গুগল একাধিক রেজাল্ট প্রকাশ করে I আগন্তুকের চাহিদাভিত্তিক বিভিন্ন ওয়েবসাইট সেখানে উপস্থাপিত হয় I প্রাথমিকভাবে, আগন্তুকের সুবিধার্থে /উদ্দেশ্যে খুবই সংক্ষিপ্তরূপে সেই সাইটের শিরোনাম / TITLE এবং সংক্ষিপ্ত বর্ণনা / META DESCRIPTION সেখানে ( SERP -এ ) দেওয়া থাকে I
আলাদা আলাদা করে, প্রতিটি সাইটের-ই ভেতরে প্রবেশ করে দেখা যায়, বিষয়ভিত্তিক বিস্তারিত বর্ণনা সেখানে দেওয়া আছে I এবার , এই যে বিষয়ভিত্তিক বর্ণনা, তার যে বিষয়বস্তু / CONTENT সেখানে ব্যবহৃত শব্দগুলি/ শব্দার্থগুলি কিভাবে সেই পেজের শিরোনামের সাথে যুক্তিগতভাবে সম্পর্কযুক্ত ; কিংবা আদৌ ব্যবহৃত শব্দগুলি প্রচ্ছন্ন ভাবে হলেও মূল বিষয়ের সাথে প্রাসঙ্গিকতা বজায় রেখেছে কিনা , বর্ণনামূলক অংশে মূল বিষয় / শিরোনামের সাথে সম্পর্কযুক্ত সমার্থক শব্দের উপস্থিতি ইত্যাদি বিচার করার প্রক্রিয়াই হলো LSI / LATENT SEMANTIC INDEXING (ল্যাটেন্ট সেমান্টিক ইনডেক্সিং) .
সার্চ ইঞ্জিন ক্রলার — SEARCH ENGINE CRAWLER এর মাধ্যমে এবং GOOGLE ALGORITHM — একপ্রকার গাণিতিক পরিভাষা যার সাহায্যে গুগল এই যাচাইক্রিয়া সম্পন্ন করে I
অনেকসময় এই সার্চ ইঞ্জিন ক্রলার কোনো ওয়েবপেজের শিরোনাম/ মূল বিষয় এবং তার বিষয়ভিত্তিক বিস্তারিত বর্ণনাতে ব্যবহৃত শব্দের/শব্দার্থের পারস্পরিক অপ্রাসঙ্গিকতা এবং সমার্থক শব্দের অনুপস্থিতির বিচারে , তাকে, অর্থাৎ সেই ওয়েবপেজটিকে SPAM /অপ্রাসঙ্গিক হিসেবেও চিহ্নিতকরণ করে থাকে I ফলস্বরূপ সেই ওয়েবসাইটের অবস্থান ( RANKING ) SERP-এ পিছনের সারিতে থাকে I
ল্যাটেন্ট সেমান্টিক ইনডেক্সিং এর উদাহরণ
ধরা যাক কোনো একটি পেজ এ আমরা সোলার সিস্টেম (সৌর জগৎ) নিয়ে লিখছি | সুতরাং গুগল এর AI (কৃত্রিম বুদ্ধিমত্তা) বুঝে নেবে যে এই পেজ টি তে পৃথিবী , মঙ্গোল, চাঁদ , সূর্য , শুক্র , নেপচুন, ইউরেনাস , তারামণ্ডল , গ্যালাক্সি , গ্রাভিটি , কক্ষপথ, নাসা এই সব শব্দ থাকবে কিন্তু যদি পেজ টি তে দেখা যায় কোনো অপ্রাসঙ্গিক শব্দ আছে তখন গুগল পেজ এর গুরুত্ব কম করে দেয় | তাই পেজ কনটেন্ট লেখার সময় আমাদের সমার্থক শব্দ আর বিষয়বস্তুর সঙ্গে প্রাসঙ্গিক তথ্য দিতে হবে|
মন্তব্য করুন